October 20, 2021

মাস্ক আপ কলকাতা করোনাকে দূর করতে শহর জুড়ে নতুন প্রচারা ভিযান কলকাতা পুলিশের

দীপক ঘোষ – কলকাতা

ইতিমধ্যে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৬০০এর বেশি মানুষ। তার পাশাপাশি সুস্থ ও হয়ে উঠেছে বহু মানুষ। গত কয়েক সপ্তাহে গোটা শহরে উচ্চ সংক্রমণ এর হার লক্ষ করা গেছে। তারিই জেরে উদ্বেগ বেড়েছে রাজ্য প্রশাসনের এমত অবস্থায় মানুষের মধ্যে করোনা

সচেতনা বাড়াতে মাঠে নামল কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় অভিনব প্রচার চালাতে দেখা যায় কলকাতা পুলিশ কে। মাস্ক পড়া সম্পর্কে জনসচেতনা বাড়াতে বর্তমানে অভিনব পদক্ষেপ নিতে দেখা যায় কলকাতা পুলিশ কে। গোটা

শহর জুড়ে মাক্স পড়ুন প্রচার অভিযান শুরু করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রতিটি থানা এবং ট্র্যাফিক গার্ড এলাকায় চলছে মাস্ক পরার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করার নিরন্তর প্রয়াস। বাইরে বেরোলে মাস্ক পরুন, অযথা ঝুঁকি নিয়ে নিজের এবং অন্যদের বিপদ ডেকে

আনবেন না। শহরের বিভিন্ন জনবহুল এলাকায় যারা মাক্স পড়া ভুলে গিয়েছিলেন তাদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক। কলকাতা পুলিশ এর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় জনগনের প্রতি মুখে মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে চলাফেরা করতে হবে সকলকেই করোনা ভাইরাস কে হারাতে হলে এই নিয়ম গুলি সকলকে সব সময়ই মেনে চলতে হবে।

ছবি – কলকাতা পুলিশ এর ফেসবুক পেজ।

Total Page Visits: 421 - Today Page Visits: 2