October 20, 2021

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

মহন্ত দাশগুপ্ত – উত্তর চব্বিশ পরগনা


টিটাগর গির্জা বাজারে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা আই এন টি ইউ সির সহ-সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি অশ্বিনী শুক্লা। তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে প্রায় ৬০০ মানুষকে বিনা ব্যয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন গির্জা বাজারের গোটা এলাকায়। হিন্দু-মুসলিম কোনও সম্প্রদায় না দেখে সকল

সম্প্রদায় কে তিনি প্যানডেমিক পরিস্থিতি ও করোনা প্রতিরোধের জন্য এবং কভিদ 19 এর বিরুদ্ধে এই অভিনব উদ্যোগ নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন টিটাগড়ের ২১ নম্বর ওয়ার্ডের রাকেশ শাহী ও ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণা সেট্টী এবং ব্যারাকপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের কানাই সাও এবং স্থানীয় অন্যান্য তৃণমূল কর্মী সমর্থক। সব মিলিয়ে আজ ৭ মে শুক্রবার বেলা দশটা থেকে বেলা একটা পর্যন্ত চলতে থাকে এই সামাজিক অনুষ্ঠান।

Total Page Visits: 217 - Today Page Visits: 2