September 23, 2021

মুক্তি আসন্ন পরিচালক শুভজিৎ ব্যানার্জির “ফ্যাশন ফায়ার ২০২১” এর

নিজস্ব প্রতিনিধি –

বর্তমান প্রজন্মে শর্ট ফিল্ম এর যে কটি নতুন কাজ হয়ে চলেছে তার মধ্যে শুভজিৎ ব্যানার্জী হল এক অন্যতম। শুভজিৎ এর ছবিতে দর্শক পেতে চলেছে নতুন ধরনের অন্যতম কাজ। ২০২০ সালের বাংলা শর্ট ফিল্ম

শেষবেলার প্রমিস শুভজিৎ এর শর্ট ফিল্ম প্রযোজনায় একাধিক ইন্টারন্যাশনাল প্রাইজ জিতে নিয়েছ, এছাড়াও “ভাঁড়” ২০২০ সালে মুক্তি পেয়ে প্রচুর মানুষের মন জয় করেছে ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এর সাথে

সাথে দেশ বিদেশে ও সকলের প্রশংসা কুড়িয়েছে। ২০২১ সালে শুভজিৎ এর প্রযোজনায় আরও একটি কাজ হতে চলেছে যার নাম “ফ্যাশন ফায়ার ২০২১”। শুটিং হয়েছে নিউ দীঘা ও তাজপুর এ শুটিং এর ভিজুলিউশান দর্শক দের চোখ জুড়িয়ে নেবার মতো পুরো ভিডিওটি দেখতে হলে আর কিছুদিন অপেক্ষা

করতে হবে। জানুয়ারি মাসে ৩১ তারিখে ভিডিওটি মুক্তি পেতে চলেছে, মুখ্য ভূমিকায় দেখা যাবে বিদিশা দে মজুমদার, জিয়া চ্যাটার্জী ও শ্রুতি বর্ধনকে। প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী শুভজিৎ ব্যানার্জি। মেকআপ দেবাঞ্জন চক্রবর্তী, সিনেমাটোগ্রাফি অরিজিৎ সাহা ও অনিশ সাহা, মার্কেটিং ম্যানেজার বুলান ঘোষ ডিজাইনার তম্ময় বিশ্বাস প্রমুখ।

Total Page Visits: 194 - Today Page Visits: 1