মুক্তি আসন্ন বাংলা ছায়াছবি “ওয়ার দা জার্নি টু উইন”

নিজস্ব প্রতিনিধি –
‘ওয়ার দা জার্নি টু উইন’ ছবিটি মূলত মা ও ছেলের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রতীক এবং তিথিকে । মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী সাহা, শান্তিলাল মুখোপাধ্যায়ও রয়েছেন এই ছবিতে। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির সংগীত পরিচালনা করেছেন লয়-দ্বীপ। আবহ সংগীত করেছেন ইন্দ্রনীল, গান গেয়েছেন

অপরাজিতা, শীর্ষা এবং দ্বীপ। ছবিটি প্রযোজনা করেছে আরজে ফিল্ম অ্যান্ড ওয়ার্কশপ। এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়,ছবির পরিচালক শ্রীজিৎ এর পুরো

মিউজিক টিম, অভিনেতা আরিয়ান রায়, আরিয়ান ভৌমিক, ইন্দ্রনীল মল্লিক, এবং অন্যান্যরা।
Total Page Visits: 90 - Today Page Visits: 1