মুক্তি পেল নতুন বাংলা ছবি “বিদ্রোহিনী”র ট্রেলার ও মিউজিক

তনয় মন্ডল – কলকাতা
মিরাজ মুভিজ প্রযোজিত সন্দীপ চৌধুরী পরিচালিত নতুন বাংলা ছবি “বিদ্রোহিনী”র ট্রেলার ও মিউজিক মুক্তি পেল সম্প্রতি। ট্রেলার ও মিউজিক মুক্তি উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা জিতু কমল, অভিনেত্রী বিদিশা চৌধুরী, সঙ্গীত পরিচালক অন্বেষা দত্ত গুপ্ত প্রমুখ। ছবিটির গল্প কিরণকে নিয়ে যিনি এখনও পনেরো বছর আগের স্মৃতিতে ভুগছেন। পনেরো বছর আগে, কিরণের বোন অরুণিমাকে গুন্ডারা অপহরণ করেছিল। সাত দিন পরে অরুনিমাকে আহত অবস্থায় পাওয়া যায় এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনার পরে সে নিঃশব্দ হয়ে যায়। তারপর হটাৎ তাঁদের বাবা মা মারা যায়। কিরণ এবং অরুনিমা তারপরে মামার বাড়িতে থাকতে শুরু করে। কিরণ নিজেকে আইপিএস পরীক্ষার জন্য প্রস্তুত করে এবং তিনি পুলিশ হওয়ার সিদ্ধান্ত নেন। সে কি

প্রতিশোধ নিতে সফল হবে ? এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জিতু কমল , বিদিশা চৌধুরী, ফাল্গুনি চ্যাটার্জী ও আরও অনেকে। ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা সন্দীপ চৌধুরী।সন্দীপ চৌধুরী পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অন্বেষা দত্ত গুপ্ত যিনি নিজে একজন খ্যাতিমান গায়িকা। এই ছবিটি দিয়ে তিনি সংগীত পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন।