October 23, 2021

মুক্তি পেল মানস বসুর নতুন ছবি “ছবিয়াল”

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

করোনা অতিমারীকে উপেক্ষা করে ১১ই ডিসেম্বর,২০২০ মুক্তি পেল মানস বসুর নতুন ছবি “ছবিয়াল” ছবি তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও শাবন্তী চ্যাটার্জী। এছাড়া অভিনয় করেছেন জয়জিৎ

চক্রবর্তী,অমিতাভ ভট্টাচাৰ্য ও আরও অনেকে। ছবির মুক্তির দিন উপস্থিত ছিলেন ছবির কলা কুশলীরা শ্মশানের নিকটে স্টুডিও যুক্ত এক অনুরাগী ফটোগ্রাফার হাবল মৃতদেহের ছবিতে তুলতে বিশেষ পারদর্শী। তিনি তার মাস্টার এবং ঘনিষ্ঠ সহযোগী কনক দাকে বিভিন্ন বিয়ের শুটিংয়ে ও সহায়তা করতো ।

তারপর কনক দা শহর ছেড়ে চলে যায়। লাবনি নামের এক রহস্যময়ী মহিলা হাবলের সাথে দেখা করে যা তার জীবনের পথ পরিবর্তন করে। তারপর কি হয় সেটাই দেখার।

Total Page Visits: 317 - Today Page Visits: 1