October 27, 2021

রফি সাহেবের স্মরণে “তেরে নাম কা দিওয়ানে হাম”

সপ্তর্ষি সিংহঃ

সংগীত জগতে মহম্মদ রফি একটা যুগ মানুষ এখনও তাঁর গানের ভক্ত । ৩১ জুলাই ১৯৮০ সালে মৃত্যু হয়েছিল এই কিংবদন্তি শিল্পীর। ৩৯ তম মৃত্যু বার্ষিকীতে তাঁর জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠিত হল এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। সাম্প্রতি এক কর্পোরেট সংস্হার উদ্যোগে রফি সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার মহাজাতি সদনে আয়োজিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সঙ্গীত শিল্পী কল্যান সেন বরাট, মেয়র পারিষদ দেবাশিষ কুমার ও সংস্হার কর্ণধার রুদ্র সেন। এদিন মিঃ সেন বলেন, সংস্হার পক্ষ থেকে বরেন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে বর্তমান প্রজন্মের শিল্পীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Total Page Visits: 329 - Today Page Visits: 1