রাজ্য থেকে প্রশাসনিক পদে ছাত্রছাত্রী গড়তে প্রশিক্ষণ শিবির ‘এ,এল,এস’- এর

সপ্তর্ষি সিংহঃ
রাজ্যের প্রশাসনিক পদে শহরের মেধাবী ছাত্রছাত্রীদের তুলে আনতে প্রশিক্ষণ ও আলোচনাসভা আয়োজিত হল আইসিসিআর প্রেক্ষাগৃহে। রবিবাসরীয় সকালে দেশের বৃহত্তর আইএএস প্রশিক্ষণ সেন্টার ‘এএলএস’ এর উদ্যোগে আয়োজিত হল আলোচনাসভা। যেখানে সিভিল সার্ভিস পরীক্ষার বিষয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্হিত ছিলেন প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর(এএলএস) মনীশ কে গৌতম এবং প্রশিক্ষক প্রতীক ভট্টাচার্য। আগামী দিনে দেশের অন্যান রাজ্যের পাশাপাশি এই রাজ্যের ছাত্রছাত্রীরা প্রশাসনিক পদে নিজ ক্ষেত্রে সফল হতে পারে সেই লক্ষ্যে ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে মোটিভেশনাল বক্তব্য রাখেন মনীশ কে গৌতম। আগামী বর্ষে সিভিল সার্ভিস পরীক্ষায় ছাত্রছাত্রীদের সফল হতে মানষিক ও শারিরীক ভাবে উজ্জীবিত করতে বেশ কিছু পরামর্শ দেন এই আলোচনায়। এদিনের এই আলোচনায় উপস্হিত ছিলেন প্রায় শ-পাঁচেক ছাত্রছাত্রী। প্রত্যেকে বেশ উৎসাহের সঙ্গে এই আলোচনায় অংশ নেয়।