লক ডাউনের জেরে বন্ধ অনুষ্ঠান, মাথায় হাত ডেকোরেটার্স ব্যবসা প্রতিষ্ঠান এর

দীপকঘোষ – দমদম
লক ডাউনের প্রথম থেকেই হচ্ছেনা কোনো অনুষ্ঠান , না হচ্ছে কোনো কাজ। কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো বিয়ের অনুষ্ঠান , ও যে কোনো অনুষ্ঠানে ডেকোরেশনের জন্য ডেকোরেটার্স দের কাজে লাগে। তারই জেরে প্রকোপ পড়েছে ডেকোরেটার্স ও লাইট মাইকের ব্যবসায়। দফায় দফায় লক ডাউন বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়ে যাচ্ছে ডেকোরেটার্স ব্যবসায়ী দের। যারা ডেকোরেটার্স শিল্পের সঙ্গে যুক্ত কর্মচারীরা ও তাদের পরিবার দিন দিন অসহায় হয়ে পড়ছে। না পাচ্ছে তারা কোনো অনুদান না পাচ্ছে কোনো সরকারি সাহায্য । সারা বাংলা ও কলকাতায় ডেকোরেটার্স ব্যবসা ও তার সঙ্গে জড়িত লাইট, মাইক, ফুল এর ডেকোরেশন ব্যবসায়ী রা লক ডাউনের জেরে প্রায় ব্যবসা ধ্বংসের মুখে এগোচ্ছে, জানালেন সাউথ দম দম ডেকোরেটার্স association এর যুগ্ম

সম্পাদক বিশ্বনাথ ঘোষ ও অজিত কুমার পাল।
তারা সবশেষে জানালেন এই সব সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিঠির মাধ্যমে আবেদন করেছি। একদিকে করোনার প্রকোপ ও অন্য দিকে আম ফানের প্রভাবে মানুষ আজ কে টঠোস্থ লকডাউনের জেরে কোনো রকম সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান ছাড়াও অন্যান্য অনুষ্ঠান একেবারেই বন্ধ হয়ে যাওয়ার ফলে ডেকোরেটার্স শিল্প একে বারেই ধ্বংসের মুখে পরিনত হতে চলেছে, এবং এই ব্যবসার সাথে যুক্ত কর্মচারীরা ও অসহায়ের মুখে পড়েছে। ডেকোরেটার্স ব্যবসায়ী ও কর্মচারী দের একটাই প্রশ্ন কবে আমরা আশার আলো ফিরে পাবো।