লক ডাউনের ফলে ৮০০ জন দুঃস্থ মানুষের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলেন লরেন ফাউন্ডেশন এন্ড ফিল্ম প্রোডাকশন এর কর্ণধার রাজীব চৌধুরী

দীপক ঘোষ – কলকাতা
লকডাউনে বন্ধের ফলে দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা একেবারেই সঙ্গীন। দীর্ঘ দিন ধরে ঘর বন্দি আয় রাস্তা সব দিক থেকেই বন্ধ। এসব মানুষ আজ অসহায়। প্রতিদিন ঠিকমত অন্ন সংস্থান করতে পারছেনা। এই খবর পাওয়ার পর ছুটে আসে ২০১৭ সালে মাদার টেরেজা ইন্টারন্যাশনাল Award প্রাপ্ত সমাজ কর্মী তথা লরেন ফাউন্ডেশন ও ফিল্ম

প্রোডাকশনের কর্ন ধার রাজীব চৌধুরী। তিনি ৮০০ জন মানুষের কাছে পৌঁছে দিলেন শুকনো খাবারের প্যাকেট। তাতে রয়েছে আটা , ময়দা,চিনি, সোয়াবিন, ও চাউমিন ইত্যাদি। এই খাবার দেবার অন্য তম কারণ হোলো এগুলো পচন শীল নয়, এগুলো রেখে মানুষ খেতে পারবে।
Total Page Visits: 250 - Today Page Visits: 2