October 17, 2021

লঞ্চ হল “আবার অপু ও দুর্গা” ছবির পোস্টার

তনয় মন্ডল – কলকাতা

কলকাতা প্রেসক্লাবে সত্যজিৎ দাস এর ছবি “আবার অপু ও দুর্গা” এর পোস্টার লঞ্চ হল। এই ছবিতে অভিনয় করেছেন স্নেহা বিশ্বাস,দেবপ্রসাদ হালদার, সাহেব হালদার, শিশু অভিনেতা তিয়াস দে। ছবিটির শুটিং আরম্ভ হবে জানুয়ারি মাস থেকে ও মুক্তি পাবে আগস্ট মাসে। ছবির গল্পটি এই সময়ের প্রেক্ষাপটে তৈরি, এই গল্পটি সত্যজিৎ রায়ের অপু ও দুর্গা ছবির সাথে কোন মিল নেই সম্পূর্ণ আলাদা ভাবে তৈরি বললেন ছবি পরিচালক সত্যজিৎ দাস। এর আগে পরিচালক সত্যজিৎ দাস কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেছেন এটি তার ডেবিউ ছবি। গল্প একে অপরকে ভালবাসে এবং যত্ন করে এমন এক বোন এবং ভাইকে ঘিরে। অপু আর দুর্গার বাবা অসুস্থ হয়ে কোমায়। দুর্গা পড়াশোনা ছেড়ে কোলকাতায় সেলাইয়ের কাজ করতে চলে গেলেন।একদিন হঠাৎ অ্যাসিড দ্বারা তাকে আক্রান্ত করা হয়েছিল তারপরে তার জীবনের আরও একটি পরিবর্তন আসে। সেইটি কি তার দেখার জন্য সকল দর্শকে অপেক্ষা করতেই হবে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত।

Total Page Visits: 420 - Today Page Visits: 2