লাইফ গুড উইথ এল জি

সাধনা মিস্ত্রি – কলকাতা
সম্প্রতি বেহালার শরৎ সদন হলে লাইফ গুড উইথ এল জি-র অনুষ্ঠান সম্পন্ন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অজয় মিত্তাল, জয় মজুমদার, দিবয়ানি সেন,পূর্বী । অনুষ্ঠানে মূলত প্লাস্টিক বয়কট, জল অপচয় ও মেন্সট্রুয়াল হাইজিন নিয়ে আলোচনাসভা চলে অতিথিদের মধ্যে। এই সমস্ত বিষয়ে জনগণকে সচেতন করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। জল অপচয়ের কথা বলতে গিয়ে সঞ্জীব বাবু বলেন এখনো পশ্চিমবঙ্গে এমন অনেক কল আছে যে গুলির জল অনবরত নষ্ট হয় তিনি মাত্র দুমাসে ২৫০টি কলে চাবি লাগানোর ব্যাবস্থা করেছেন। পুরুলিয়ায় মহিলাদের মেন্সট্রুয়াল হাইজিন নিয়ে কাজ করেছেন দিবয়ানি সেন। তার মতে, প্রযুক্তি এত উন্নত হওয়ার

পরও এখনো এমন অনেক জেলা আছে বিশেষ করে গ্রামের দিকে যেখানে মহিলারা তাদের মেন্সট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতন নয়। যার ফলে দেখা দিচ্ছে বিভিন্ন স্ত্রীরোগ। এছাড়াও এত পরিমানে প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা পশু। বিশেষ সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন পশুদের পেটে খাবারের থেকে বেশি প্লাস্টিক জমে আছে। প্লাস্টিক বয়কটের কথা বিশেষভাবে আলোচিত হয় অনুষ্ঠানে। এছাড়াও বৃষ্টির জল সঞ্চয়ের কথা বিশেষ ভাবে বলা হয়। অতিথিদের হাত দিয়ে এদিন বার্ষিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর বিভিন্ন স্কুলকে পুরষ্কৃত করা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেদিনের অনুষ্ঠান শেষ হয়।