শঙ্খের সাজে সেজে উঠবে টালা দক্ষিণ পল্লী

সপ্তর্ষি সিংহঃ
কলকাতার অন্যতম পূজা কমিটি টালা দক্ষিণ পল্লী এই বছর ৫২ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। শিল্পী শৌভিক ও শৌনকের ভাবনায় প্রায় হাজার খানেক শঙ্খের সম্ভারে পূজো মন্ডপ সেজে উঠবে। স্বাধীনতা দিবসে পূজো প্রাঙ্গনে খুঁটি পূজোর মাধ্যমে সূচনা হল টালা দক্ষিণ পল্লী বারোয়ারির।

এদিন শিল্পী শৌভিক ও শৌনক যুগলবন্দি সৃজন শিল্পে শঙ্খানি সেজে উঠবে। এদিন শিল্পীরা বলেন এই বছর টালা দক্ষিণ পল্লীর মাধ্যমে নিজেদের শিল্প সৃজনের অভিষেক ঘটতে চলেছে। মানুষের কাছে নিজেদের শিল্প সৃজন ও থিম পৌঁছে দিতে শঙ্খকে বেছে নেওয়া হয়েছে। মূল মন্ডপ ও প্রতিমা সম্পূর্ণ একটি শঙ্খের আকারে দেখা যাবে। উত্তর শহরতলির বড় বাজেটের পূজোগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে স্বল্প বাজেটে অভিনব প্রয়াস তুলে ধরা অন্যতম লক্ষ্য সৌনভিকের কাছে। তাদের আশা এক অভিনব মন্ডপ পরিদর্শন করতে পারবেন দর্শকেরা ।