September 19, 2021

শহরের পূজো মন্ডপে ফুটে উঠবে সার্জিক্যাল স্ট্রাইক

নিজস্ব প্রতিনিধিঃ

ভারতীয় বায়ুসেনার অন্যতম উইং কমাণ্ডার অভিনন্দন বর্তমান-এর কৃতিত্বকে সম্মান জানিয়ে ও ‘বালাকোট এয়ার সার্জিক্যাল স্ট্রাইক’-কে স্মরণে রেখে এবার মণ্ডপ সাজাচ্ছে কোলকাতার ‘ইয়ং বয়েজ ক্লাব’।
চিত্তরঞ্জন এভেনিউ ও রবীন্দ্র সরণী-র সংযোগ স্থল যা চিৎপুর ক্রসিং নামে পরিচিত তার অনতিদূরে ৭, তারাচাঁদ দত্ত স্ট্রীটে এলেই দর্শকরা দেখতে পাবেন এই অভিনব মণ্ডপ সজ্জা। ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট এই বছরের পুজো মণ্ডপে অভিনন্দন বর্তমান-এর পাশাপাশি ভারতীয় সেনার পোশাকে কিছু অন্য মূর্তিও দেখা যাবে।”

Total Page Visits: 137 - Today Page Visits: 1