শহরে ব্যবসা বৃদ্ধিতে নয়া পরিকল্পনা গলি গলি ফিনো

সপ্তর্ষি সিংহঃ
২০১৬ সালে যাত্রা শুরু। সম্প্রতি দুই বছর কার্যকাল সম্পূর্ন করল ফিনো পেমেন্টস ব্যাঙ্ক। ব্যাঙ্কের পক্ষ থেকে এই রাজ্যে ইতিমধ্যে ৩৬৩২টি মার্চেন্ট পয়েন্ট ও ১০০টি বিপিসিএল আউটলেট রয়েছে যার মধ্যে কলকাতায় ১০১টি। যাদের বার্ষিক আয় ১ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে তাদের জন্য ডিজিটাল মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ পরিষেবা চালু করেছে। এর পাশাপাশি রাজ্যে ৩০টি নিজস্ব শাখা রয়েছে এবং দেশে ৪৫০টি শাখা রয়েছে, তবে আরও ৩৩৫০টি নতুন শাখা খোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ফিনোর পক্ষ থেকে এক নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার ফিনো পেমেন্ট এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে জানানো হয় গলি গলি ফিনো শীর্ষক নয়া উদ্যোগ চালু করা হল। রাজ্যের ৭টি জেলার এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্হিত ছিলেন ব্যাঙ্কের টহচিফ সেলস ও ডিস্ট্রিবিউশন হেড বিপ্র ভরদ্বাজ, শচিন জাগলেকর, অতুল ত্রিবেদী, সৌমেন কাঁড়ার সহ অন্যানরা। এদিন মিঃ ভরদ্বাজ বলেন, এই পরিষেবা প্রথম আসানসোল জেলায় চালু হল।