শহরে রান্না প্রতিযোগিতা

সপ্তর্ষি সিংহঃ
ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক সংস্হা ‘এলজি’-এর পক্ষ থেকে দেশের ৬৬টি শহরের প্রায় ৮০০০ জন মহিলাদের নিয়ে “মল্লিকা ই কিচেন” শীর্ষক রান্না প্রতিযোগিতার উদ্যোগ। সোমবার শহরের এক পাঁচতারায় আয়োজিত হল ইষ্টজোনের প্রতিযোগিদের নিয়ে এই রান্না প্রতিযোগিতা। এদিন সংস্হার বানিজ্যিক প্রধান তাহের হাকিম বলেন, “নবম বর্ষে আয়োজিত এই প্রতিযোগিতার ২৪ আগষ্ট রিজিওনাল স্তর থেকে ১২ জন বিজয়ী প্রতিযোগীকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে চন্ডীগড়ে। রিজিওনাল পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় ৩ জন করে প্রতিযোগী বিজয়ী হবে যারা ফাইনালে অংশ নেবে। কলকাতায় আয়োজিত প্রতিযোগিতায় কলকাতির পিয়ালি ঘোষ, দূর্গাপুরের পূজা সারদা, গুয়াহাটির মৃদুস্মিতা ডইরাহ জয়ী হন। কলকাতা ছাড়াও রিজিওনাল স্তরের প্রতিযোগিতা হবে হায়দ্রাবাদ ও জয়পুরে।