শহর জুড়ে ক্রিসমাস ফেষ্টিভেল

তনয় মন্ডল – কলকাতা
প্রাণের শহর কলকাতা আর সেই কোলকাতার পার্কস্ট্রিটে চলছে জনপ্রিয় ক্রিসমাস ফেষ্টিভেল এটি সম্ভবত ভারতের বৃহত্তম ক্রিসমাস কার্নিভাল। পার্ক স্টিট চত্বর আলোতে সেজে ওঠেছে থিম যুক্ত আলোকসজ্জা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে শেষ হয় নেহেরু রোডে। এই আলোকসজ্জার কাজগুলি সাধারণত করে থাকেন সুদূর চন্দননগরের শিল্পীরা। আলোর রোশনাই দেখতে দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। সেই সঙ্গে পার্ক স্টিটের এর

অ্যালেন পার্কে থাকে সংস্কৃতি অনুষ্ঠান। এই ফেস্টিভেলটি আয়োজন করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিশেষত পর্যটন দপ্তর, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও কিছু বেসরকারি সংস্থা। এইদিন পার্কস্ট্রিটে যাতায়াত করা খুব কষ্টকর হয়ে পড়ে। কিন্তু সেই দিকটা কলকাতা পুলিশ অনেকটাই সামাল দেয়।

ফেষ্টিভেল এর কয়েকটা দিন নিরাপত্তার দিকে প্রচুর নজর দেওয়া হয় বিশেষ করে মহিলাদের দিকে। খুশির উৎসব যেন খুশিতেই মেতে থাকেন সবাই যেন কোন

ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা প্রস্তুত কোলকাতা পুলিশ ও রাজ্যপ্রশাসন। পার্কস্ট্রিট এর পাশাপাশি নিউমার্কেট চত্তর ও চার্চ গুলিতে প্রচুর মানুষের ভিড় চোখ পাড়ার মতন।