September 23, 2021

শাশ্বতী বন্দ্যোপাধ্যায় পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ভালো থেকো’

নিজস্ব প্রতিনিধি –

ভারতের বেওয়ারিশ সারমেয়দের নিয়ে তৈরি হয়েছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ভালো থেকো’। শাশ্বতী বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজক মিজ এন সিন। বাস্তব ঘটনাবলী নিয়ে ছবিটির বিভিন্ন দৃশ্য সৃষ্টি করেছেন প্রজ্ঞা দত্ত। ‘ভালো থেকো’ প্রসঙ্গে পরিচালক শাশ্বতী বন্দ্যোপাধ্যায় জানান, একজন স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র নির্মাতা হিসেবে তিনি মনে করেন সমাজের বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছানর জন্য চলচ্চিত্রই অধিকতর ভাল মাধ্যম। এই ছবির মাধ্যমে তিনি বার্তা দিতে চান যে এই গ্রহের সকলকেই সমব্যথীর চোখে দেখা উচিত। এদেশে যারা সারমেয়কুলকে ঘৃণার চোখে দেখেন, তাদের সচেতন হয়ে ভাবা উচিত যে তারা হয়ত নিজেদের স্বজাতিদেরও ভালবাসেন না। এটা আর মানা সম্ভব নয়। পৃথিবীর অন্য প্রান্ত থেকে এদেশে এসেছেন জেসি আল্‌ক। তিনি একজন উৎসাহী ‘পারিয়া ডগ লাভার’। তিনি ভারতীয় সারমেয়দের নিয়ে একটি পুরস্কারজয়ী ফিল্‌ম তৈরি করেছেন। এটি নিঃসন্দেহে এদেশের প্রাণীপ্রেমীদের কাছে প্রেরণাদায়ক বিষয়। তিনি যে এই ক্ষুদ্র প্রচেষ্টার প্রতি সমর্থন জানাবেন তা বলাই বাহুল্য। ‘ভালো থেকো’ ছবির নির্মাতারা চান অসহ্য অত্যাচারের শিকার এইসব মূক প্রাণীরা যেন সুবিচার পায়। তাদের রক্ষার জন্য যে আইন রয়েছে তার সংশোধন করে তা যেন জামিন-অযোগ্য করা হয়। যারা আমাদের বাসস্থানের সুরক্ষা করে তাদের যত্নের যেন অভাব না হয়।

Total Page Visits: 393 - Today Page Visits: 1