October 27, 2021

শিল্পী শৌনক ও শৌভিক এর একান্ত সাক্ষাৎকারে নিউজ বেঙ্গল অনলাইন

সোমনাথ সাহা –

সাবেকি বনেদি পরিবারে জন্ম নেওয়া দুই যমজ ভাই শৌনক ও শৌভিক কথা বলতে শেখার আগেই হাতে চক নিয়ে আঁকি বুকি কাটার নেশায় মশগুল হোয়ে থাকতো। মা বাবার নজরে আসতেই মাত্র দুই বছর বয়স্ থেকে শুরু হয়ে যায় আঁকা শেখা। সাথে সাথে চলতে থাকে পড়াশুনা। হেয়ার স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশের পরে স্কটিশ চার্চ কলেজ থেকে দুই ভাই কলা বিভাগের সর্বোচ্চ নম্বর পেয়ে স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে  স্নাতকোত্তর হওয়ার সাথে সাথেই এক অন্য রকম পেশায় প্রবেশ করেন দুজনেই। ইতিমধ্যেই তারা কম্পিউটার গ্রাফিক্স, কমার্শিয়াল আর্ট ও মাল্টিমিডিয়া নিয়ে পড়াশুনাও শেষ করেছেন। মায়ের কাছে ই শৌনকের সঙ্গীত শিক্ষা শুরু। তবে শৌভিক যন্ত্র

সঙ্গীতের তালিম নিতে থাকে। দুজনেই কলকাতার স্বনামধন্য গুরুদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পায়। স্কুলের পাঠ শেষ করার  আগেই মুকুন্দপুর এ নিজেদের ছোট্ট ফ্ল্যাটে তাদের মায়ের স্বপ্নের অঙ্কন শিক্ষা কেন্দ্র শৌনভিক চালু করেন তারা। সেখানেই শুরু করেন নিজেদের ভাবনার শৈল্পিক নির্যাসে ভিন্নধারার সরস্বতী পুজো। আজ শৌনভিকের সরস্বতী পুজো বিশ্বজনীন । পেশায় গ্রাফিক ডিজাইনার দুই ভাই বিগত ১৭ বছরের চাকুরী জীবনে জাতীয় ও আন্তর্জতিক বহুবিধ স্বীকৃতি তে সম্মানিত। ২০১৯ এ শৌনভিকের সৃজনে সেজে উঠতে চলেছে টালা দক্ষিণ পল্লী র দুর্গা পূজা। আসন্ন শরতের দেবী বন্দনায় শৌনক ও শৌভিক এর এই নতুন ভূমিকায় অভিষেকের সার্থকতা ও সাফল্য আপনাদের আশির্বাদ এই। নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়ার পক্ষে থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার আরো এগিয়ে যান।

Total Page Visits: 711 - Today Page Visits: 1