শোভা বাজারের যৌনকর্মী দের লকডাউনে মধ্যে ত্রাণ দিয়ে সহযোগিতা করলেন হিউম্যান রাইটস এর অরূপ মুখার্জি মহাশয়

দীপক ঘোষ – কলকাতা
আমাদের দেশে দাবানলের মতো বাড়ছে করোনা। এদিকে করোনার আতঙ্কে ত্রস্ত তিলোত্তমা শহর কলকাতা। দমকা হাওয়ার মতো উড়ে এসে যেন আজ শহরে রাজ করছে করোনা। তবে লক ডাউন কে সঠিক ভাবে মান্যতা দিতে তৎপর প্রশাসন।

এদিকে করোনায় আক্রান্ত হচ্ছে , মৃত্যু ও হচ্ছে ও কিছু মানুষ সুস্থ ও হচ্ছে। কিন্তু সময় যতই এগোচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে লক ডাউনের ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের রুটি রোজগার প্রায়ই বন্ধের মুখে। কিন্তু এই সপ্তাহে কিছু

কিছু অফিস আসতে আসতে খুলছে, অন্য দিকে শোভা বাজারের যৌন পল্লী সোনাগাছির ও সেই একই অবস্থা। সেখানে যৌনকর্মী দের নেই কোনো আয় এর ফলে অসহায় রূপে দিন যাপন করছেন তারা।
২ মাস এর বেশি লক ডাউনের এর ফলে তারা

নিজেদের আশ্রয় স্থলে যেতে পারছেন না।
দু মাস ধরে কাস্ট মার দের আসা যাওয়া বন্ধের জন্য তাদের রুটি রোজগার ও প্রায় ই বন্ধের মুখে। এর ফলে একটু অন্নের জন্য তারা আজ অনাহারে দিন কাটাচ্ছেন। তাই তাদের মধ্যে গড়ে উঠেছে এক মুঠো অন্নের সমস্যা। এই অন্নের সমস্যা দূর করার জন্য এগিয়ে এলেন দুর্বার মহিলা সমন্বয় কমিটি, ও আন্ত

রাষ্ট্রীয় হিউম্যান রাইটস। এই বিপদের দিনে যৌন কর্মী দের খাদ্য সামগ্রী থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা করে তাদের পাশে থেকে সব সময়ের জন্য সাহায্য করে চলেছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটি।
লকডাউনে আটকে পড়া যৌন কর্মীদের তারা দেখ ভাল ও করছেন জানালেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক কাজল দি। তিনি আরো জানালেন আমরা শুধু কলকাতার সোনাগাছি যৌনকর্মী দের

সাহায্য করছি না, জেলাতে তিনদিন ধরে আমরা সাহায্য করে এসেছি। করোনা ভাইরাসের সংক্রমণ যতদিন না কমবে এবং পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় তত দিন ততদিন কাস্টমার দের যাওয়া আসা বন্ধ রাখতে হবে। এই বিপদের দিনে দুর্বার মহিলা সমন্বয়

কমিটির পাশে এসে দাড়ালেন হিউম্যান রাইটস এর অরূপ মুখার্জি, ট্রানজেনডার ও আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ, ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গরা। পঞ্চম দফা লক ডাউনে ও কোনো সুরাহা পাওয়া যায়নি, এর ফলে সারা বাংলায় কয়েক হাজার যৌন কর্মী আজ রোজগার হীন। তাই তাদের মনে একটা প্রশ্ন জেগে ওঠে আবার কবে আমরা স্বাভাবিক ছন্দে ফিরবো?

এই উত্তরের খোঁজে তারা আজ পথের দিকে চেয়ে বসে আছে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার স্টেট ইনচার্জ শ্রী অরূপ মুখার্জি, আইনজীবী মেঘ সায়েনন্তনী, অজয় সিং, সৌমেন চ্যাটার্জি, নুপুর মজুমদার, সুমন ঝা, মহেশ্বতা মুখার্জি প্রমুখ।