October 21, 2021

সমাজ সেবামূলক কাজ কাজে এগিয়ে লক্ষী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশন

রাজকুমার দাস

হাওড়ার সমাজসেবক দম্পতি শ্রী কাশীনাথ দাস ও তার সহধর্মিণী শ্রীমতী লক্ষী দাস সম্প্রতি হাওড়ার কদমতলায় তাঁদের আন্তরিক প্রচেষ্টায় প্রায় পাঁচশো জন অসহায় গরীবদের বস্ত্র প্রদান করা হয়, পাশাপাশি প্রায় পঁচিশজন থ্যালাসেমিয়া অসুস্থদের আর্থিক

সাহায্য করেন তিনি। নিজস্ব সীমিত ক্ষমতার মধ্যেই চিরাচিরত ভাবে মানুষের সেবা করে আসছে এই শুভ উদ্যোগে সামিল ছিল রাজ্যের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়,সাথে ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, শিউলী রামানি গোমস, অভিনেতা চঞ্চল মুখার্জী, দেবরাজ রায়, সাংবদিক মৃতুঞ্জয় রায়, অভিনেতা চয়ন মুখার্জি প্রমুখ। অনুষ্ঠান শেষে সৈকত মিত্র ও শিবাজী চট্টোপাধ্যায়ের গানের অনুষ্ঠানের ও

আয়োজন করা হয়। গরীব মানুষদের সেবায় নিয়োজিত এই সংস্থা সদাই নিঃস্বার্থ ভাবে সরকারী সাহায্য ছাড়াই এই জনহিতকর কাজ করে ক্রমশ এগিয়ে চলেছে যা সত্যি এক নজির।

ছবি – সোম ।

Total Page Visits: 632 - Today Page Visits: 2