সমাজ সেবায় বোড়াল পার্লামেন্ট ক্লাব

সোমনাথ সাহা , কলকাতা
সম্প্রতি বোড়াল পার্লামেন্ট ক্লাব (স্থাপিতঃ ১৯৬০) এর উদ্দোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই মহৎ উদ্যেগ ১২ বছর ধরে হয়ে আসছে জানন ক্লাবের এক কর্মকর্তা এছাড়া তিনি আরও বলেন যে এই ক্লাব বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত। পিঙ্কি রায় ফুটবল অ্যাকাডেমি থেকে শুরু করে বিভিন্ন পূজা পরিচালনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যায়ামাগার (জিম), অঙ্কন শিক্ষা, যোগব্যায়াম শিক্ষা প্রভৃতি কর্মকান্ডের সাথে যুক্ত। এছাড়াও নানান সামাজিক কাজের সাথেও যুক্ত থাকি আমরা । সেরকমই একটি আজ আমরা রক্তদান শিবির পিপলস ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় আয়োজন করলাম , আজকের শিবিরে মোট ৪৮ জন রক্তদান করেন যাদের মধ্যে ১৭ জন মহিলা রক্তদাতা ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও অন্যান্য সভ্যবৃন্দ। বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। অভিনেত্রী-প্রযোজক-পরিচালক শ্রীমতি শিউলি গোমস এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শ্রী রনি রায় প্রমুখ।