October 27, 2021

সম্প্রতি অরিজিৎ মাইতি একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে গ্রেন্ডফিনলে 2020

নিজস্ব প্রতিনিধি –

অরিজিৎ মাইতি এক্সক্লোসিভ মেকওভার একাডেমি প্রেজেন্ট স্টুডেন্ট এক্সামিনেশন এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান সম্প্রতি হতে চলেছে উৎসব ভবন বালিতে এই অনুষ্ঠানে বিচারক হিসেবে রয়েছেন কলকাতার স্বনামধন্য ফ্যাশন কোরিওগ্রাফার অঞ্জন কর এবং

মুম্বাইয়ের বিউটি এক্সপার্ট রুমা ঘোষ। এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রূপান্তরকামী নারী আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হতে চলেছে সকলের সহযোগীতা একান্ত ভাবে কামনা করি। আমার এই একাডেমীর গ্র্যান্ড ফিনালেতে সমস্ত কলকাতার নামী মডেলরা পার্টিসিপেট হিসেবে রয়েছে। একথা বলেন সংস্থার কর্নাধার শ্রী অরিজিৎ মাইতি।

Total Page Visits: 868 - Today Page Visits: 2