September 23, 2021

সরস্বতীপূজা ২০-২০ এর থিম সং ব্রহ্মবর্তিনীর পোস্টার সুটিং হয়ে গেল “শৌনভিক “এর

নিজস্ব প্রতিনিধি –

দুর্গা পূজায় যাদের সৃজনে শঙ্খিনী ১৩ টি শারদ সম্মান লাভ করেছে, সেই শৌনক ও শৌভিক তাদের অঙ্কন শিক্ষা কেন্দ্র ” শৌনভিক ” এর আগামী সরস্বতী পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জ্ঞান গর্ভা এবং মাতঙ্গী এর বিশ্বজনীন সাফল্যের পর শৌনভিকের ২০২০

সালের সরস্বতী পূজার থিম সং ব্রহ্মবর্তিনী এর প্রাথমিক পর্যায়ের শুটিং শেষ হলো স্টুডিও ওয়ান বাই টু তে। এই উপলক্ষে একঝাঁক কলা কুশলির সাথে হাজির ছিলেন শৌনক ও শৌভিক, যাদের ভাবনায় আবারো একবার দেবী সরস্বতী এর আর এক নতুন উপাখ্যান উপস্থাপিত হতে চলেছে আগামী সরস্বতী

পূজার প্রাক্কালে। নিউজ বেঙ্গল অনলাইনের পক্ষ থেকে রইলো শৌনক ও শৌভিক এর জন্য আন্তরিক শুভেচ্ছা।

Total Page Visits: 1103 - Today Page Visits: 1