সেফ ড্রাইভ সেভ লাইফ এর চতুর্থ বর্ষপূর্তি পালন

সোমনাথ সাহা – কলকাতা
৮ জুলাই ২০১৬ সালের পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে চালু করা হয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির দেখতে দেখতে চতুর্থ বর্ষপূর্তি পালন করলো কলকাতা পুলিশ । পথ দুর্ঘটনা সম্বন্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি আইন ভঙ্গ কারী দের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার ফলস্বরূপ প্রাণহানি আজ অনেকটাই কমেছে রাজ্যজুড়ে।

কলকাতাতেও গত তিন বছরে উল্লেখযোগ্য ভাবে কমেছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। কলকাতা পুলিশ এর নিরন্তর চেষ্টায় আজ পথচারি থেকে শুরু করে যানবাহন চালক দের প্রতি মুহূর্তে সাবধানে গাড়ী চালানোর ও রাস্তা দিয়ে না হেটে ফুটপাত দিয়ে চলাফেরা করা টাই নিরাপদ এর বার্তা নিয়ে সব সময় ই প্রচার চালাচ্ছেন কলকাতা ও রাজ্য পুলিশের

আধিকারিকরা। সম্প্রতি সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে। হাজরা মোড়ে কলকাতা পুলিশের সচেতনতা-যাত্রার উপর দুটি মোটরসাইকেল র্যালির উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন কলকাতার মাননীয় নগরপাল শ্রী অনুজ শর্মা সহ পদস্থ আধিকারিকরা। ‘ সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দুটি ট্যাবলো আগামী সাতদিন ঘুরবে শহরের বিভিন্ন প্রান্তে। ট্যাবলো দুটির যাত্রা শুরু করালেন মাননীয়া মুখ্যমন্ত্রীর

হাত দিয়ে। মোটরসাইকেল র্যালি ও ট্যাবলোর মাধ্যমে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় বিধি পালনের বার্তাও সমান গুরুত্ব সহকারে দেওয়া হয়। করোনা পরিস্থিতি বাংলা জুড়ে দিন দিন বেড়ে যাওয়ায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ সব সময় ই বাংলা বাসির পাশেই আছেন, এদিন অনুষ্ঠানের মধ্যেই

করোনা নিয়ে অতঙ্কিত না হয়ে সাবধানে থাকার ও মুখে মাস্ক এবং করোনা রোগের প্রথম সারিতে যার আজ লড়াই করে যাচ্ছে তাদের সম্মান করার কথাও মুখ্যমন্ত্রী বলেন। ডাক্টর, নার্স, নিজেদের জীবনের চিন্তা না করে করোনা রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে। পুলিশ ও প্রশাসন বাংলা বসির পাশে সব

সময়ই আছে। তিনি জনগনের প্রতি আবেদন রাখেন যে প্রশাসনকে সহযোগীতা করুন, এবং আইন মেনে রাস্তায় গাড়ী চালান।
ছবি ও তথ্য – কলকাতা পুলিশ এর ( ফেসবুক পেজ ) ।