April 20, 2021

সেভ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতায় শাটল পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ

ক্রমশ পথ দুর্ঘটনা রুখতে শাটল পরিষেবা প্রদানের মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচী আয়োজিত হল। উত্তরপাড়া কোতরং পৌরসভার উদ্যোগে কলকাতা ও হুগলিতে তিনটি শাটল বাস পরিষেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রয়াস নেওয়া হয়েছে। মঙ্গলবার এই শীর্ষক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিধানসভার সদস্য প্রবীর ঘোষাল, পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, শাটল সংস্হার ভাইস প্রেসিডেন্ট ভীর সিং। এদিন তিনটি বাস পরিষেবা প্রদানের পাশাপাশি শাটল সংস্হার পক্ষ থেকে ট্রাফিক পুলিশদের সম্মানিত করা হয় এবং ফেস মাস্ক ও রেন কোট তুলে দেওয়া হয়।

Total Page Visits: 162 - Today Page Visits: 1