October 19, 2021

সোদপুর শিবম ডান্স গ্রূপের উদ্যোগে বসন্ত উৎসব 2020 অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

সম্প্রতি সোদপুর পানিহাটি উদায়ন পল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল শিবম ডান্স গ্রূপের উদ্যোগে নবম তম বসন্ত উৎসব। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোদপুর পৌরসভার পৌর প্রধান সহ একাধিক গুণী ব্যাক্তিগণ ও বিশিষ্ট সমাজসেবীরা। ঐদিন ওই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের হাতে সংবর্ধনা তুলে দেন শিভম ড্যান্স গ্রূপের কর্ণধার সৌমেন সাহা।

এছাড়া উপস্থিত ছিলেন ইউটিউব খ্যাত স্যান্ডি সাহা ও মন্টি রায় সহ মিরাক্কেল খ্যাত কমেডি তারকা। নৃত্য সঙ্গীত আবৃত্তি ও বেশ কিছু প্রান্তিক শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দের নৃত্যানুষ্ঠান এর মধ্য দিয়ে পালিত হল এই দিনটা সহযোগিতায় ছিল ছাত্র সংঘ গণপতি উৎসব কমিটি।

Total Page Visits: 1333 - Today Page Visits: 1