সৌরভময় ক্রিকেটের নন্দন কাননে পূজারা, বিরাটের জয়

নিজস্ব প্রতিনিধিঃ
রাতের আলোয়, সাদা জামা পরে টেস্ট ক্রিকেট চলছে। এত দিন এটা স্বপ্নই মনে হত অবশেষে সেটা সফল হল। দিনের আলো ফুরিয়ে ফ্লাডলাইটের আলো জ্বলে উঠতেই এক মায়াবী পরিস্থিতি সৃষ্টি হল ইডেনে।
গোলাপি বলের টেস্টে ইনিংসে জিতল ভারত। বাংলাদেশকে হারাল এক ইনিংস ও ৪৬ রানে, ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন উমেশ যাদব। আর ৪টি উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আজ আর ব্যাট হাতে নামতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ইশান্ত শর্মা। সিরিজ়ের সেরাও হলেন। একটা সময় মনে হচ্ছিল, ইডেন আবার পনেরো বছর আগে ফিরে গিয়েছে কি না। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কলকাতার উন্মাদনা বরাবরই, কিন্তু এখন যেন আরও বেড়ে গিয়েছে মানুষের মুডই বুঝিয়ে দিচ্ছে বিরাটরা নন, এই টেস্টের নায়ক ‘দাদা’ই। রেকর্ড বইয়ে ঢুকে গেল বিরাটবাহিনী। এক দিকে পর পর সাতটা টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড তো হলই, কিন্তু তার থেকেও বড়ো রেকর্ড হল যে এই প্রথম টেস্টে কোনো দল পর পর চারটে টেস্ট ইনিংসে জিতল।