স্বাধীনতা দিবস পালন হলো নিমতা থানায়

করুনময় চ্যাটার্জি , নিমতা
বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত করে ৭৩ তম স্বাধীনতা দিবস পালন হলো নিমতা থানায়।শুধু তাই না। স্বাধীনতা দিবসের সাথেই পালন করলো রাখী বন্ধন উৎসব জাতি ভেদাভেদ না করে রাস্তায় সমস্ত মানুষের হাতে রাখী পরিয়ে কাছে টেনে নিতে দেখা গেল নিমতা থানার ওসি শিবু বাবুকে। এই ভাবেই রাখী বন্ধন উৎসবে মেতে উঠেছিল নিমতা থানার সমস্ত কর্মরত কর্মীবৃন্দরা।
Total Page Visits: 196 - Today Page Visits: 1