স্বাধীন চলচ্চিত্র “পাড় -দ্য রিভার ব্যাঙ্ক” প্রদর্শনের আনুষ্ঠানিক ঘোষণা

তনয় মন্ডল – কলকাতা
“পাড় -দ্য রিভার ব্যাঙ্ক” চলচ্চিত্র প্রদর্শনের আনুষ্ঠানিক ঘোষণা হলো কলকাতার প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী অশোক গঙ্গোপাধ্যায়, গঙ্গা বাঁচাও কমিটির শ্রী কেদার মন্ডল, মল্লার ঘোষ, সাংবাদিক ও অধ্যাপক শ্রী জে সাগর ও স্বাধীন চলচ্চিকার রাজ ব্যানার্জী। নদীর পাড় ভাঙনে সর্বসান্ত হাজার হাজার মানুষের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে “পাড় -দ্য রিভার ব্যাঙ্ক” কাহিনী

চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক রাজ ব্যানার্জী। কাহিনীর পেক্ষাপট পঞ্চানন্দপুর। বন্যার সময়ের ভয়ঙ্কর চিত্র এই চলচ্চিএে দেখানো হয়েছে। বাস্তবেও বর্ষায় অতি বর্ষণের ফলে নদীর পাড় ভাঙে, বন্যা হয়, ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ। এই সমস্যায় আক্রান্ত শুধু পঞ্চানন্দপুর নয়, চোখে পড়ে গোটা

বিশ্বেই এই সমস্যার ছবি। উদ্বাস্তু হন হাজার হাজার মানুষ। ফারাক্কার কাছে গঙ্গার তীরে এই পঞ্চনন্দপুর গ্রাম। এখানকার মাটির আণবিক আকর্ষণ বল এতটাই কম যে তা পাড়ের ভাঙ্গনকে ত্বরান্বিত করে। দীর্ঘসময়ের ম্যাপ পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এই কাজগুলি কখনো নদীবক্ষে বাম দিকে,কখনো ডান দিকে আবার কখনো গঙ্গাবক্ষে।এখনকার পাড়

ভাঙ্গনের প্রকোপ এতটাই বেশি। স্বাধীন চলচ্চিত্রকার রাজ ব্যানার্জি শুধুমাত্র এই গ্রামকেই চলচ্চিত্রের পট হিসেবে ব্যবহার করেননি। পাশাপাশি এই গ্রামের মানুষদের তিনি এই চলচ্চিত্রে অভিনয় করিয়েছেন। স্বনামধন্য অভিনেত্রী শ্রীলা মজুমদার,দীপক কুমার মুস্তাফি, সৌমি দাস, রাজ ব্যানার্জী ছাড়াও বিশিষ্ট মানুষজন আছে এই ছবিতে। এই প্রতিকূল মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বর্ষিয়ান চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক ও রাজ ব্যানার্জি।