১০০ দিন পার করল বাংলা সিনেমা “ও বন্ধু আমার”

তনয় মন্ডল – কলকাতা
বাঙালী মানেই বাংলা সিনেমা। এমন লোক নেই যে সিনেমা দেখতে ভালোবাসে না। তাই যুগের সাথে সাথে দিন পাল্টে গেলেও বাঙালিরা কিন্তু বাংলা সিনেমা দেখা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। ভালো মানের সিনেমা হলে আজও দর্শক যে হলমুখি হন। সেই রকমই একটি বাংলা সিনেমা “ও বন্ধু আমার” সিনেমার ১০০ দিনের সাকসেস উপলক্ষে কলকাতার প্রেস ক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক গোপাল চৌধুরী, পরিচালক সঞ্জয় দাস, পরিবেশক ঝুমা পাল, নায়ক মিত ও নায়িকা ঋতিকা,এছাড়া অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, প্রযোজক রাজীব গুলচা প্রমূখ। আজকের দিনে বাংলা সিনেমায় নতুন শিল্পীদের নিয়ে কাজ করে “ও বন্ধু আমার” সিনেমাটি সাফল্যের মুখ দেখতে সক্ষম হয়েছে। আশা করি আরও ভালো মানের বাংলা সিনেমা পরিচালক ও প্রযোজকরা উপহার দেবেন। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন এস এস এন্টারটেইনমেন্ট ও ইকুইনক্স ফিল্ম সিটি।