January 15, 2021

৫ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান পলিত হল সোদপুরে

মহন্ত দাশগুপ্ত – উত্তর চব্বিশ পরগনা

সোদপুর পানিহাটিতে ইয়ং স্টার্স ক্লাবের পরিচালনায় ও পানিহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগে ৫ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ৪৫ তম ধর্মীয় মহোৎসব সাড়ম্বরে পালিত হল সোদপুর হাই

স্কুলের সন্নিকটে। পাঁচ দিন ব্যাপী এই ধর্মীয় মহোৎসবে শ্রী শ্রী নাম কীর্তন, নাম মহাযজ্ঞের শুভ অধিবাস

কীর্তনগান, ষোড়শ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী নাম মহাযজ্ঞ, শ্রী শ্রী মনমহাপ্রভুর পূজা, ভোগ-রাগ ও মহোৎসব, ভক্তিমূলক লোক সংস্কৃতি এবং নগর কীর্তন পরিক্রমার মধ্য দিয়ে ৪৫ তম ধর্মীয় মহোৎসবের সমাপ্তি

ঘটে। এই মহোৎসবের পরিচালনা করেন বিধায়ক নির্মল ঘোষ। মহোৎসবের কদিন প্রায় ১০ হাজার মানুষ ভোগ প্রসাদের সেবা গ্রহন করেন।

Total Page Visits: 22 - Today Page Visits: 6