৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো বেলেঘাটা ফুলবাগান অঞ্চলে

জি, দেবনাথ – কলকাতা
বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক পরেশ পাল এর উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। বেলেঘাটা ফুলবাগানে নেতাজি ও গান্ধীজির মূর্তির পাদদেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু, রাজ্যের মন্ত্রী শ্রী তাপস রায়, রাজ্যের বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক ইকবাল আহমেদ, ৫৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী জীবন সাহা, ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতি অলকানন্দা দাস,৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী আশুতোষ দাস, সমাজ সেবক শ্রী রাজু নস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারি নিয়মবিধি মেনে সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পরেশ পাল মহাশয় । দর্শক পরিপূর্ণ সান্ধ্যকালীন অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন।