September 19, 2021

৭৫ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মুক্তি পেল লেখিকা বীথি করের প্রথম বই “পশ্চিমে উড়ে যায় যত খোলা চিঠি”

নিজস্ব প্রতিনিধি –

১৫ ই আগষ্ট প্রকাশিত হল বনপলাশি প্রকাশনী থেকে বীথি করের প্রথম বই পশ্চিমে উড়ে যায় যত খোলা চিঠি’। উপস্থিত ছিলেন সাহিত্যিক শ্রী সাধন চট্টোপাধ্যায় মহাশয়, সাহিত্যিক শুভেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়, প্রফেসর সুশান্ত রায়

কর্মকার, ‘সাহিত্যের ফেরিওয়ালা’ অলোক দত্ত, কবি অমল কর, জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, কবি জয়াশিস ঘোষ সহ প্রমুখ। বইটির প্রাপ্তিস্থান পাপাঙ্গুলের ঘর, সোদপুর। এই বইটি লেখা সম্পর্কে বীথি কর আমাদের জানান বহুবছর আগে ডাকপিয়ন সদর দরজায় খাকি পোশাক পরে এসে আমার বাবার নাম ধরে ডাকতেন আমার মনে আছে। জিজ্ঞেস করলে বলতেন, “চিঠি এসেছে”! সেই

থেকে আমার চিঠির প্রতি তীব্র টান। কখন খাম খুলে , কখন পোস্টকার্ড এ চিঠি আসতো বিভিন্ন জায়গা থেকে। আমার প্রথম প্রেম এই চিঠির ওপর নির্ভর করেই ছিল। এখন তো আমাদের হাতে হাতে ঘুরে বেড়ায় মোবাইল ফোন। আঙ্গুল দিয়ে বর্ণগুলোর ওপর নাড়াচাড়া করলেই শব্দ ফুটে ওঠে, কিন্তু তাতে আর কি সেই চিঠির গন্ধ পাওয়া যায়? লিখতে

শুরু করেছিলাম এই ভেবেই “খোলা চিঠি”! বহুমানুষের উদ্দ্যেশ্যে লেখা এমন অনেক চিঠির সংকলন হলো “পশ্চিমে উড়ে যায় যত খোলা চিঠি”! বইটি আমার মনের খুব কাছাকাছি কারণ হলো “চিঠি”! আমি সকল পাঠক এর প্রতি অনুরোধ রাখব আমার এই লেখা বইটি এক বার হলেও পড়ে দেখবেন।

Total Page Visits: 97 - Today Page Visits: 1