October 26, 2021

৭৮ তম বর্ষে সিংহী পার্ক দূর্গাপুজো

সপ্তর্ষি সিংহঃ

ঢাকে কাঠি পড়ে গেছে। ইতিমধ্যে শহরেরর বিভিন্ন পুজো কমিটি গুলি তাদের ভূমিপূজোর মাধ্যমে শারদ সূচনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার দক্ষিণ কলকাতার নামী দুর্গোৎসব পূজো কমিটি সিংহী পার্ক তাঁদের খুঁটি পুজো সেরে ফেলল। এই বছর ৭৮ তম বর্ষে পদার্পন করল। এদিন খুটিপূজোর সূচনায় উপস্হিত ছিলেন রাজ্যের বিদুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ মালা রায়, মেয়র পারিষদ দেবাশিষ কুমার সহ অন্যান রা।

Total Page Visits: 196 - Today Page Visits: 1