৮২ তম বর্ষে নতুন চমকে দেশপ্রিয় পার্ক

নিজস্ব প্রতিনিধিঃ
৮২ তম বর্ষে পদার্পন করল দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব। রবিবাসরীয় সকালে ভূমিপুজোর মাধ্যমে সূচনা হল শারদৎসোবের। এদিন উপস্হিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিষ কুমার, রাজ্যের বিদুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্বাস্হ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নৃত্যশিল্পী অলকানন্দা রায় সহ অন্যানরা। এদিন বিদুৎমন্ত্রী বলেন, উমা আসছে মানে ভূমিপুজোর মাধ্যমে বাড়ি তৈরির সূচনা। বাঙালির রীতি অনুযায়ী বাড়ি তৈরির প্রস্তুতি হিসাবে ভূমিপুজো অন্যতম। সুতরাং ভূমিপুজোর মাধ্যমে সূচনা হয় বাঙালির দুর্গোৎসবের। এই বছর দেশপ্রিয় পার্কের থিম সম্পর্কে পুজো উদ্যোক্তারা তেমন কিছু না জানালেও চমক যে থাকছে তা জানান।
Total Page Visits: 756 - Today Page Visits: 2