October 27, 2021

শিশু চক্র ক্লাবের শ্যামা পূজার প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিনিধি –

দেখতে দেখতে ৮৫ বছরে পদার্পণ করলো উত্তর কলকাতা সুপ্রতিষ্ঠিত শিশু চক্র ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজা। এই ক্লাবের পুজোটি সম্পূর্ণ চাঁদা ব্যতীত পূজা এবং এটি মূলত এলাকার মহিলা দ্বারা পরিচালিত হয়। তার সাথে সকল পল্লিবাসী বৃন্দ নিঃসার্থ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়,তাছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সাথে যুক্ত এই ক্লাব পুজোর প্রতিটা দিন ই থাকে নানান সংস্কৃতিক অনুষ্ঠান। শিশু চক্র ক্লাবে ছোট বড়ো সবাই মিলে এই পুজো কে আরো আনন্দ মুখর করে তোলার জন্য সবসময় উদগ্রীব থাকে। এ কথা জানান ক্লাব সদস্য সৌভিক বাবু ও তিনি আরো বলেন যে সকল দর্শক বৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ এই পবিত্র শ্রী শ্রী শ্যামা পূজার দিন আপনাদের সকলের উপস্থিতি একান্তই কাম্য।

Total Page Visits: 244 - Today Page Visits: 1