January 24, 2021

তুলির টানের উদ্যোগে বিশেষ চাহিদা সমপন্ন শিশুদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি –

আগামী ১৮ জুন শিশির মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন তুলির টানের উদ্যোগে বিশেষ চাহিদা সমপন্ন শিশুদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। মূলত নূপুর মূখার্জি এর পরিকল্পনায় অনুষ্ঠানে শিশু

দের মায়েরাও নৃত্যে অংশ নেবে। এই অনুষ্ঠানের মূল উদ্দ্যেশ নৃত্যের মাধ্যমে ওদের জীবন মূলস্রোতে কিছুটা চলার উপযোগী করে তোলার প্রয়াস। বিগত ১৮ বছর এই উদ্যোগে কাজ করে চলেছেন নৃত্যশিল্পী নূপুর মুখার্জি। নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়ার পক্ষে থেকে নৃত্যশিল্পী নূপুর মুখার্জি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

Total Page Visits: 200 - Today Page Visits: 1