সামাজিক দুরত্ব মেনে ত্রাণ বিতরণ নৈহাটি তৃণমূল কংগ্রেসের

মহন্ত দাশগুপ্ত, নৈহাটি – উত্তর ২৪ পরগনা
তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক – এর ব্যবস্থাপনায় এবং নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় – করোণা ভাইরাস এবং আমফানে দূর্গত মানুষদের সাহায্যার্থে বিনা পয়সায় সব্জী ও খাদ্য সামগ্রীর বাজার বসানো হয়েছিল একটি বিশেষ স্থানে। ওই বিশেষ স্থানে বিশেষ মানুষদের ১২০ জনকে সবজি সহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ১৫ জুলাই বেলা ১,৩০ মিনিট থেকে ২,৩০ মিনিট পর্যন্ত অসহায়

মানুষদের খাদ্য সামগ্রী পরিষেবা দেওয়া হয়। এই সামাজিক কাজে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, প্রাক্তন উপ- প্রধান ভজন মুখার্জী,শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে, শিক্ষাবিদ তথা প্রাক্তন কাউন্সিলার কানাই লাল আচার্য ও প্রাক্তন কাউন্সিলার রাজেশ সাও সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক চট্টোপাধ্যায়

প্রতিবেদককে বলেন, আমরা বিধায়ক পার্থ ভৌমিকের ব্যবস্থাপনায় ও প্রেরণায় এই ধরনের সামাজিক পরিষেবা দিতে পারলাম এই বিশেষ জায়গা ও বিশেষ ধরণের মানুষজন ও আমাদের কাছে সামাজিক সেবায় সবাই সমান। এঁদেরও পেট আছে, সমস্যা আছে, লক ডাউনে খুবই সমস্যায় পড়েছেন এরা, তাই এই সামাজিক পরিষেবা প্রদানের আমরা প্রয়াস নিয়েছি কেবল মাত্র।