October 24, 2021

দুর্গতদের পাশে সোনারপুর প্রচেষ্টা পরিবার এর সদস্যরা


নিজস্ব প্রতিনিধি –

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা গোপালনগর এর ইয়ার্স দুর্গতদের সাথে ও পাশে থাকার অঙ্গীকার নিয়ে গত ৬ জুন সেখানে হাজির হয় সোনারপুর প্রচেষ্টা পরিবার। ওই পরিবারের পক্ষ থেকে প্রায় ৩০০ মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। বড়দের জন্য ছিল চিড়ে, মুড়ি, বিস্কিট, বাতাসা, পানীয় জল আর ছোটদের জন্য ছিল ছাতু, চিড়ে,বিস্কুট, দুধ, এ ছাড়া মেয়েদের দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন।

Total Page Visits: 278 - Today Page Visits: 2