অনুষ্ঠিত হতে চলেছে দুই বাংলার ফিল্ম অ্যাওয়ার্ড

সপ্তর্ষি ও সোমনাথঃ
এপার বাংলা ওপার বাংলার মাঝে বিভেদ শুধু কাঁটাতার। কিন্তু কাঁটাতার ভেদ করেই দুই বাংলা মিলনবন্ধনে আবদ্ধ হয়েছে আর চলচ্চিত্র বেঁধেছে সেই বন্ধন। এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে ভারত –

বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড। আজ ২১ অক্টোবর বাংলাদেশের ঢাকায় দুই বাংলার বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার সম্মানে ভূষিত হবে। এই বিষয়ে শুক্রবার সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারায় উপস্হিত হয়েছিলেন বাংলাদেশের বরিষ্ট অভিনেতা ও

পরিচালক আলমগীর হোসেন, টলিউড অভিনেতা প্রসেনজিৎ, জিৎ, অভিনেত্রী ঋতুপর্ণা, তনুশ্রী চক্রবর্তী। দুই দেশের বিভিন্ন সিনেমা কে নোমিনেশন বিভাগে রাখা হয়েছে। এই বিষয়ে জানানো হয় মূলত দুই

দেশের সিনেমা কে আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ। দুই বাংলার চলচ্চিত্রের আদান প্রদানের লক্ষ্যে গড়ে উঠবে। রঞ্জিত মল্লিক ও আনোয়ারা বেগম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হবেন।
ছবি – রাজেন বিশ্বাস।