May 18, 2022

অলিম্পিক পাখির চোখ, সুমিত নাঘাল

সপ্তর্ষি সিংহঃ

২০১৫ সালে জুনিয়র উইম্বেলডন চ্যাম্পিয়ন। এই মূহুর্তে দেশের টেনিস খেলোয়াড়দের মধ্যে তাঁর নাম দ্বিতীয় স্হানে এবং বিশ্ব এটিপি তালিকায় ১২৯ তম। তিনি হলেন টেনিস জগতের তরুন খেলোয়াড় সুমিত নাঘাল। মঙ্গলবার হাওড়ার এক শপিং মলে নয়া এই বিপনির সূচনায় উপস্হিত হয়েছিলেন টেনিস খেলোয়াড় সুমিত নাঘাল। একই ছাদের তলায় ইলেকট্রনিক্স সামগ্রীর সম্ভার নিয়ে এল আইডেস্টিনি। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন মোবাইল, স্মার্ট টিভি কিংবা ল্যাপটপ এর নয়া বিপনি আইডেস্টিনি সূচনা হল। যেসব টেনিস শিক্ষার্থীরা স্বপ্ন দেখছেন তাঁদের উদ্দ্যেশে এদিন তিনি বলেন, নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে কঠিন পরিশ্রম করে যাও সাফল্য আসবে। ফেডেরার বিপক্ষে টেনিস কোর্টে সাফল্যের বিষয়ে তিনি বলেন একটু নার্ভাস ছিলাম কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস ছিল।

Total Page Visits: 634 - Today Page Visits: 1