January 23, 2022

অস্হি রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ

সপ্তর্ষি সিংহঃ

“দীর্ঘ জীবনের মূল মন্ত্র অস্হি হোক শক্ত সমর্থ”। দেশের পঞ্চাশর্ধ্বো মানুষের তিন ভাগের এক ভাগ অস্হি রোগে আক্রান্ত। চিকিৎসা শাস্ত্রের ভাষায় অস্টিওপোরেসিস এর অর্থ হল হাড়ের ঘনত্ব কমে যাওয়া।এই রোগের মূল কারণ অল্প আঘাতে বা বিনা আঘাতে হাড় ভেঙ্গে যায়। মূলত পঞ্চাশর্ধ্বো মহিলারা আক্রান্ত হন এই রোগে। তবে বর্তমানে শিশুদের ক্ষেত্রে এই রোগ দেখা যাচ্ছে যাকে বলে জুভেনাইল অস্টিওপেরোসিস। আগামী ৪ আগস্ট জাতীয় অস্হিসন্ধি দিবস গন্য করা হয়, সেই উপলক্ষ্যে ১-৭ আগাস্ট অস্হিসন্ধি সপ্তাহ হিসাবে পালিত হয়। এই বিষয়ে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান অর্থপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে উপস্হিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিত্সক নিলয় কান্তি দাস, সম্পাদক চিকিত্সক পার্থসারথি সরকার, চিকিত্সক ইন্দ্রজিৎ সরদার, চিকিৎসক সব্যসাচী সাঁতরা সহ বিশিষ্টরা। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী নভেম্বর মাসে শহরে এই বিষয়ে দেশের বৃহৎ আলোচনাসভা আয়োজিত হতে চলেছে। এই আলোচনায় দেশের বিভিন্ন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক এবং বাংলাদেশ, নেপাল থেকে চিকিৎসার অংশ নেবে। সংগঠনের পক্ষ থেকে এই রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ছে। অনিয়মিত দৈনন্দিন জীবনযাপন এবং শিশুদের ক্ষেত্রে খেলাধূলা ও শরীরচর্চার অনভ্যাসের ফলে এই রোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

Total Page Visits: 463 - Today Page Visits: 1