অ্যাপেলোর ল্যারেঞ্জটমি চিকিৎসায় দিশা দেখাচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ
বাঁকুড়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পাঁচুগোপাল আদিত্য কথা বলেন যান্ত্রিক রিঙের মাধ্যমে। ল্যারিংকসের ক্যান্সারের কারণে বাদ দিতে হয় তাঁর স্বরযন্ত্র। এই রোগের চিকিৎসায় দরকার ছিল টোটাল ল্যারিংজেকটমি-র যার মানে স্বরযন্ত্র বাদ দেওয়া। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তাঁর গলার স্বর ভাঙতে শুরু করে। রাজ্যের বাইরে লেজার সার্জারি চিকিৎসা করে এলেও পরে ক্যান্সার ধরা দেয়। এই বিষয়ে অ্যাপেলো কলকাতার কনসালটেন্ট অঙ্কো সার্জেন নিপুন সাহা বলেন, ৮৭ বছর বয়সে তিনি কেমোথেরাপি সহ্য করতে পারবে না। সবদিক বিচার করে পরিবারের লোক সিদ্ধান্ত নেয় ল্যারিংকস বাদ দেওয়ার। ২০০৯ সালে মে মাসে সার্জারি করা হয়। এই বাষয়ে আদিত্য বাবু বলেন, অ্যাপেলো হাসপাতালে যে চিকিৎসা আমি পেয়েছি তাতে আমি খুশি। যার অধীনে চিকিৎসা পরিষেবা পেয়েছি অর্থাৎ চিকিৎসক নিপুন সাহার চিকিৎসার প্রতি সব সন্দেহ দূর হয়ে যায়। তিনি বলেন, যখন আমি জানতে পারি ক্যান্সারে আক্রান্ত তখন মানসিক ভাবে খুব ভেঙ্গে পড়েছিলাম কিন্তু আধুনিক শল্য চিকিৎসা ও ঔষুধের প্রতি বিশ্বাস রেখে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি।