অ্যাসোচেম আয়োজিত শিক্ষামূলক আলোচনাসভা

সপ্তর্ষি সিংহঃ
রাজ্যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা এবং বেসরকারি ইন্সটিটিউট গুলি কে সম্মানিত করল অ্যাসোচেম ইন্ডিয়া। শুক্রবার বাইপাসের ধারে এক পাঁচতারা রেস্তোরাঁয় আয়োজিত হল শিক্ষামূলক আলোচনাসভা। এই অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভবানিপুর এডুকেশন সোসাইটি কলেজ ও এনএসএইচএম-কে পুরস্কৃত করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, প্রাক্তন আইএএস অনিল স্বরুপ, জাতীয় নারী কমিশনের চেয়ারপর্সন সোসো সাইজা ও অ্যাসোচেম ইণ্ডিয়া ডিরেক্টর পরমিন্দরজিৎ কাউর। এদিনের আলোচনার মূল বিষয় ছিল শিক্ষাকে কীভাবে আরও উচ্চ পার্যায়ে নিয়ে যাওয়া যায় এবং উন্নত পদ্ধতিতে শিক্ষা ব্যবস্হার প্রসার ঘটানো যায়।
প্রাথমিক এবং উচ্চ স্তরে শিক্ষাক্ষেত্রে কীভাবে পঠনপাঠন হওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।