May 17, 2022

‘আগমনী শুট ২০১৯’ এর শুভ উদ্বোধন হলো কোলকাতা প্রেস ক্লাবে

নিজস্ব প্রতিনিধি –

২৯ শে সেপ্টেম্বর রবিবার কলকাতা প্রেস ক্লাবে অর্চিড ফিল্ম প্রোডাকশন এবং অঞ্জন ধাউরি ফটোগ্রাফি ও দ্য কার্বন ক্যাপচারের উদ্যোগে করণ সিং-এর আয়োজনে ‘আগমনী শুট ২০১৯’-এর লঞ্চ হয়ে গেল। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবাশিস কুমার, বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রানী গাঙ্গুলী, সুপার মডেল সপ্তমী ব্যানার্জী, বিশিষ্ট অ্যাথলেট প্রবীর সরকার, আই,এন,আই,এফ,ডি (সল্টলেক)-এর এইচ ডি জন সেনগুপ্ত, ও করণ সিং প্রমুখ। এদিন অংশগ্রহণকারী প্রত্যেক মডেলকে অর্চিড ফিল্ম প্রোডাকশনের তরফ থেকে সম্মানিতও করা হয় ।

Total Page Visits: 531 - Today Page Visits: 1