আগষ্ট এর প্রথম লকডাউনে ভালো ফল নৈহাটিতে

মহন্ত দাশগুপ্ত – নৈহাটি
রাজ্য সরকারের ঘোষিত আগস্ট মাসের লকডাউন গুলির মধ্যে আজ প্রথম দফার লক ডাউন এ দারুণভাবে সাড়া দিয়েছে সারা রাজ্যের জন সাধারণ।করোনা যুদ্ধে রাজ্যবাসী সাড়া দিয়েছেন রাজ্য সরকারের ঘোষিত এই লক ডাউনে, বহু মানুষ বাড়ির বাইরে বের হননি, বাড়ির মধ্যেই রয়ে গেছেন বেশিরভাগ মানুষজন সারা রাজ্যের সাথে নৈহাটিতে

আজ লকডাউন এর কিছু দৃশ্য তুলে ধরা হলো নিউজ বেঙ্গলের খবরে জরুরী কাজ ছাড়া মানুষ জন বাইরে বের হননি বাড়ি ছেড়ে , কিন্তু কিছু জায়গায় মানুষ রাস্তায় বের হলেই প্রশাসন করা ভাবে ব্যাবস্থা নিয়েছে। এটাই রাজ্য সরকারের সার্থকতা করুণা যুদ্ধে লড়াই করার। রাজ্য সরকারের প্রয়াস আরো বাড়িয়ে দিল রাজ্যের সাধারণ মানুষজন যেন লক ডাউন মেনে চলেন ও মুখে মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে চলাই এখন করোনার মূল চাবিকাঠি।