May 17, 2022

আধুনিক প্রযুক্তিতে হৃদ চিকিৎসার বিষয়ে দুদিন ব্যাপী আলোচনা

সপ্তর্ষি সিংহঃ

দৈনন্দিন অনিয়মিত জীবনযাপন ও খাদ্যভাসের ফলে মানব শরীরে ক্রমশ দেখা দিচ্ছে হৃদ সমস্যা। হৃদ চিকিৎসার ক্ষেত্রে বাইপাস সার্জারির ফলে সমস্যা সমাধান করা হয়। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে হৃদ চিকিৎসায় নয়া দিশা দেখাচ্ছে বেসরকারি হাসপাতাল অ্যাপেলো কলকাতা। হৃদ চিকিৎসার ক্ষেত্রে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির বিষয় নিয়ে
আগামী ৯ ও ১০ দুদিন ব্যাপী আয়োজিত হতে চলেছে আলোচনাসভা। যেখানে উপস্হিত থাকবেন দেশ-বিদেশের চিকিৎসকরা। এই বিষয়ে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে হাসপাতালের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে এই কথা জানান, কার্ডিয়ো থোরাসিস ও ভাসকুলার সারজেন চিকিত্সক সুশান মুখার্জি ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ জয় বসু। এদিন ডাঃ মুখার্জি বলেন, হৃদ চিকিৎসার ক্ষেত্রে নয়া আধুনিক পদ্ধতি বিমা ওয়াই লিমা সার্জারির ব্যবহার করা হচ্ছে। বাইপাস সার্জারির পরিবর্তে উন্নত প্রযুক্তির মাধ্যমে লিমা সার্জারি করা হচ্ছে। ইতিমধ্যে পাঁচ বছরে প্রায় ৪৩ জন রোগীর এই সার্জারি করা হয়েছে। তবে বিমা( বিলাট্রিয়াল ইন্টারনাল মেমোরি আর্টেরি) এই সার্জারি দেশের মধ্যে গুটিকয়েক হাসপাতালে শুরু হয়েছে। কলকাতায় প্রথম এই পদ্ধতিতে চিকিৎসা শুরু করে অ্যাপোলো, ফলে চিকিৎসা শাস্ত্রে এই বিষয়ে লাইভ সার্জারি ও আলোচনা করা হবে।

Total Page Visits: 231 - Today Page Visits: 1