September 26, 2022

আমফানে বিধস্ত ২৪ পরগনার মালঞ্চে দুর্গত দের পাশে হিউম্যান রাইটস এর স্টেট ইনচার্জ অরূপ মুখার্জি মহাশয়

দীপক ঘোষ – ২৪পরগনা

আমফানে বিধস্ত ২৪পরগনার মালঞ্চে দুর্গতদের পাশে রামকৃষ্ণ মিশনের স্বামী উত্তমানন্দ মহারাজ ও হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী দান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেদিন হিউম্যান রাইটস এর রাষ্ট্রীয় মহাসচিব অরূপ মুখার্জি ২০০ জন দুর্গত অসহায়

মানুষের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল, তেল ,ডাল ,আলু, পানীয় জল , ও মিষ্টি ইত্যাদি। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশনের স্বামী

উত্তমা নন্দ মহারাজ ও হিউম্যান রাইটস এর স্টেট ইনচার্জ অরূপ মুখার্জি মহাশয় এরযৌথ উদ্যোগে দুর্গতদের ত্রান সামগ্রী দান উত্তর ২৪পরগনার মালঞ্চে যথেষ্ট সুনাম অর্জন করে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত

ছিলেন অজয় সিংহ, অভিষেক রজগরিযা, শ্রীমতি আত্রেয়ী, শ্রীমতি নুপুর, মৌসুমী সেন, সুমন ঝা, সৌমেন চ্যাটার্জি আরও অনান্য অথিতিরা।

About Post Author

Total Page Visits: 632 - Today Page Visits: 1