“আমার পাড়া সেরা পাড়া”

নিউজ বেঙ্গল অনলাইন ও শুভজিৎ এন্ড কোম্পানীর উদ্যোগে হয়ে গেল এবছরের পূজা পরিক্রমা “আমার পাড়া সেরা পাড়া” পুজোর সেরার সেরা স্বীকৃতি। সেরা মন্ডপ, প্রতিমা এবং আবহের ভিত্তিতে মনোনীত হয় এবছরের সেরার সেরা পুরস্কার। এবছরের সেরার সেরা স্বীকৃতি পেল টালা দক্ষিণ পল্লী, শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারী, চিনার পার্ক অধিবাসীবৃন্দ, সন্তোষপুর লেকপল্লী, হিন্দুস্তান ভলেন্টিয়ারস্, দক্ষিণ কলকাতা সর্বজনীন, সেলিমপুর ক্লাব সার্বজনীন, হালতু নন্দীবাগান, রুপচাদ মুখার্জি লেন সহ অন্যান্যরা। এছাড়াও সেরার সেরা বাড়ির পূজার স্বীকৃতি পেল যাদবপুর দত্ত বাড়ি। শিল্পীর নিপুণ ভাস্কর্য থেকে প্রতিমার সুক্ষ্ম কাজ বা অসাধারণ আবহ কে স্বীকৃতি দিতে পেরে আদতে আমরাই গর্বিত।